শুল্ক ফাঁকি, আড়াই কোটি টাকা মূল্যের পণ্য জব্দ



বেনাপোলে-ভারতীয়-মালামাল-বোঝাই-কাভার্ড-ভ্যান-শুল্ক ফাঁকি দেওয়ায় বেনাপোল পোর্ট থানার যশোর-বেনাপোল সড়কের তালসারি এলাকায় আড়াই কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে বেনাপোল কাস্টমস হাউসে এগুলো জমা দেওয়া হয়েছে।

বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, একটি কাভার্ড ভ্যান বোঝাই ভারতীয় ৭৪ হাজার ৩৪৩ পিস বিভিন্ন প্রকারের কসমেটিক্স, ওয়ান টাইম পেপার কাপ ২ হাজার ১৫৬ কেজি, বিভিন্ন ধরনের ওষুধ ৯ হাজার ৯৪০ পাতা ও ১ হাজার ২১৮ পিস ইনজেকশন ছিল। মালামালের সিজার মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা কাভার্ড ভ্যানসহ শুল্ক ফাঁকির বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কসমেটিক্স আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে।