যশোরে ফের বেড়েছে শীত, যানবাহন ও বিমান চলাচল বিঘ্নিত

প্রচণ্ড শীতের কারণে জনজীবন বিপর্যন্ত

যশোরে আবারও শীতের তীব্রতা বেড়েছে। ঘণ কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কারণে অনেক বেশি শীত অনুভূত হচ্ছে। কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

অন্যদিকে, ঘণ কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। এছাড়াও ‍কুয়াশার কারণে সময় মতো বিমান না আসায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটি আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, গত শনিবার (৪ জানুয়ারি) বৃষ্টিপাতের পর থেকে যশোরে ফের কমতে শুরু করে তাপমাত্রা। মঙ্গলবার (৭ জানুয়ারি) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে ঘণ কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ার কারণে জেঁকে বসেছে কনকনে শীত। বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। যে কারণে সকালে কাজে বেরিয়ে চরম ভোগান্তিতে পরেছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। 

ঘণ কুয়াশায় আচ্ছন্ন যশোর

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক মাসুদুল হক জানান, ইউএসবাংলা ও নভোএয়ারের যশোরে প্রথম ফ্লাইট ছিল সকাল সাড়ে ৭টায়। কিন্তু ঘণ কুয়াশার কারণে আজ বিমান দুটি আসে বেলা ১২টার পর। ফলে প্রায় চার ঘণ্টা যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে।

তিনি আরও জানান, ঘণ কুয়াশা হলে সকাল ও রাতের ফ্লাইটগুলো কিছুটা বিলম্বিত হয়।