‘মানুষের ভাগ্য উন্নয়নে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ভূমিকা রাখছে’

মোংলাখুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বহুমুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। মোংলা-রামপালের বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এসব সেবামূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

রবিবার (১৯ জানুয়ারি) সকালে রামপালের গৌরম্ভা ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিআইএফপিসিএলের প্রকল্প পরিচালক এস সি পান্ডের সভাপতিত্বে উপ প্রকল্প পরিচালনক মো. রেজাউল করিম, রামপাল উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ কোম্পানির কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।