ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্কুলশিক্ষক গ্রেফতার

ঝিনাইদহডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার নাম পিন্টু কুমার মজুমদার (৪৮)। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শৈলকুপার ১১ নম্বর আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তপু বুধবার (২২ জানুয়ারি) রাতে মামলাটি (নম্বর ১৯)দায়ের করেছেন।

এ প্রসঙ্গে মামলার বাদী তরিকুল ইসলাম তপু বলেন, ‘আমি মুসলমান। ওই শিক্ষক আমাদের নবীকে নিয়ে কটূক্তি করায় আমি মামলাটি দায়ের করেছি।’

এজাহারের বরাত দিয়ে ওসি বজলুর রহমান জানান, বুধবার (২২ জানুয়ারি) সকালে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেন পিন্টু কুমার মজুমদার। তাতে তিনি ইসলাম ধর্ম, নবী মুহাম্মদসহ (স.) বিভিন্ন বিষয়ে লেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এরপর ফেসবুক থেকে তার পোস্টগুলো ডিলিট করে দেন তিনি। বুধবার রাতে স্থানীয়রা তার বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিন্টু কুমার মজুমদারকে গ্রেফতার করা হয়।