কুষ্টিয়ায় বিদেশ ফেরত ১০১জন হোম কোয়ারেন্টাইনে


কুষ্টিয়াকুষ্টিয়ায় বিদেশ ফেরত ১০১জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। শনিবার (২১মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, ‘গত ২৪ ঘণ্টায় ১০জনকে হাম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় তিনজনকে হোম কোয়ারেন্টাইন থেকে রিলিজ (ছাড়পত্র) দেওয়া হয়েছে। আর গত ১০মার্চ থেকে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে ১২জনকে রিলিজ (ছাড়পত্র) দেওয়া হয়েছে। ’
এদিকে করোনাভাইরাস (কোভিট-১৯) মোকাবিলায় কুষ্টিয়ার সদর ব্যতীত অন্য ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এখনও পৌঁছায়নি। এ নিয়ে শঙ্কায় রয়েছেন চিকিৎসকরা।
এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। তবে, আমাদের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এসেছে। কয়েকদিনের মধ্যে ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও পৌঁছে যাবে।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) বলেন, ‘ইতোমধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনের জন্য ২০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পর্যাপ্ত রয়েছে।’