করোনা সংক্রমণ এড়াতে কারাবন্দিদের জন্য মোবাইল সার্ভিস চালু

খুলনা কারাগার

করোনা সংক্রমণে এড়াতে খুলনা জেলা কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রয়েছে। এ অবস্থায় স্বজনদের সঙ্গে কথা বলার জন্য মোবাইল সার্ভিস চালু করেছে কারা কর্তৃপক্ষ। ২৬ মার্চ থেকে এ সেবা চালু করা হয়েছে। খুলনা কারাগারের জেলার তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এখন কারাগারে ১৪০০ বন্দি রয়েছে। যা ধারণ ক্ষমতার প্রায় তিনগুণ। নতুন বন্দি আসলে তাকে বা তাদেরকে ১৪ দিনের জন্য একটি কক্ষে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।  ২৬ মার্চ থেকে হাজতিদের জন্য ১৫ দিন ও কয়েদিদের জন্য ৩০ দিন স্বজনদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলার জন্য মোবাইল সার্ভিস চালু করা হয়েছে।

জেলার তরিকুল ইসলাম বলেন, এখন বন্দিরা নির্ধারিত ওয়ার্ডে থাকছেন। দিনের বেলায়ও তাদেরকে কারাগারের ভেতরের ফাঁকা চত্বরে বের হতে দেওয়া হয় না। আর নতুন আসলে তাদেরকে এক কক্ষে ১৪ দিন রাখার নিয়ম করা হয়েছে। তবে এখন বন্দি আসছে কম। জামিন নিয়ে বের হচ্ছে বেশি।