গরিব কৃষকের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে যশোর ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২৭ এপ্রিল) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চৌঘাঠা গ্রামের গরিব কৃষক জাহাঙ্গীরের ২ বিঘা জমির ধান কেটে দেন তারা।
ছাত্রনেতা ইমরান হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের ২০ নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের পাশে থাকতে বলেছেন এবং অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো যশোরেও ছাত্রলীগের ছেলেরা ধান কাটা শুরু করেছে।
তিনি আরও বলেন, যশোর সদর (৩) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সবসময় যশোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীকে অসহায় কৃষকের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেকারণে আমরা জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে ২০টি স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রেখেছি। হটলাইনে কল এলেই আমাদের টিম পৌঁছে যাবে অসহায় কৃষকের দরোজায়। ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
ধান কাটার সমসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগনেতা মফিজুর রহমান স্বাধীন, ইনতেসাদ জামান সিহাব, রনি হাওলাদার, সিদ্ধার্থ বিশ্বাস, অমিত হাসান প্রমুখ।