৭০ দিন পর ভোমরা দিয়ে আমদানি-রফতানি শুরু

ভোমরা স্থলবন্দর


৭০ দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (২ জুন) থেকে আমদানি-রফতানি আবারও শুরু হয়েছে। করোনা পরিস্থিতির কারণে ২৪ মার্চ থেকে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল।

ভোমরার সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন জানান, ভারত-বাংলাদেশে লকডাউন ঘোষণা করায় ২৪ মার্চ থেকে সব ধরনের আমদানি-রফতানির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সোমবার (১ জুন) জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল কাস্টমস্, বন্দর কর্তৃপক্ষসহ সিএন্ডএফ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার কার্যক্রম শুরু করার সিদ্বান্ত নেয়।
আমদানি-রফতানি শুরু হওয়ায় ভোমরা বন্দরে আবারও ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। কর্মহীন শ্রমিক-কর্মচারীসহ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।