সাতক্ষীরা থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাহেদ

মো. সাহেদরিজেন্ট সাহেদ তথা করোনা টেস্ট জালিয়াতি ও প্রতারণা মামলার প্রধান আসামি মো. সাহেদ করিমকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে তাকে পুলিশি নিরাপত্তায় তার স্থানান্তর কার্যক্রম শুরু করা হয়। বুধবার সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনে মামলায় ১০ দিনের রিমান্ড শেষে সাহেদ করিমকে আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। সাতক্ষীরা কারাগারারের ডেপুটি জেলার রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই ভোরে করোনা টেস্ট প্রতারণা ও জালিয়াতি মামলাার প্রধান আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদীর ব্রিজের নিচ থেকে বোরকা পরিহিত অবস্থায় অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৬ জুলাই আদালতের কাছে এ মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ এর এস.আই রেজাউল করিম ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরদিন ২৭ জুলাই তাকে ঢাকা থেকে খুলনা র‌্যাব-৬ এর কার্যালয়ে আনা হয়। এরপর ৩০ জুলাই পুনরায় আনা হয় শাখরা কোমরপুর লাবন্যবতী নদীর বিজ্রের ওপর। সেখানে তাকে নিয়ে র‌্যাব সদস্যরা কিছুক্ষণ থাকার পর আবারও খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে নিয়ে যান।