সংস্কার না হওয়ায় রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ

রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ
রাস্তার বেহাল দশার প্রতিবাদে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। সাতক্ষীরার তালায় ধানদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলিপুরে রবিবার (৯ আগস্ট) এলাকাবাসী এ কাজ করেন।

প্রতিবাদে অংশগ্রহণকারী স্থানীয় এলাকাবাসী শরিফুল, রশিদ আসাদুল্লাহ ও আল আমিন বলেন, ধানদিয়া ইউনিয়নের মৌলভীবাজার ও নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজার হতে আলিপুর রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ কাঁচা রাস্তাটি দিয়ে আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গ্রামের লোকজন নানা ভোগান্তির মধ্যে দিয়ে চলাচল করছে। বর্ষার সময় ভ্যান, অটো ভ্যান, মোটরসাইকেল চলাচল করতে পারে না। রাস্তাটি চলাচলের অনুপযোগী, প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা, বাড়ছে জনসাধারণ ও স্কুল কলেজ শিক্ষার্থীদের দুর্ভোগ। বিগত ২০ বছরের মধ্যে একদিন কর্মসূচির লোক দিয়ে কিছু মাটি ফেলেছে।  

রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ
সংস্কারের অভাবে রাস্তাটি এখন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে উঠেছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তাটির বেহাল দশা, যার কোনও প্রতিকার নেই বললেই চলে। বর্ষাকাল আসতে না আসতেই পুরোপুরি নর্দমা জমে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তা।
এ বিষয়ে ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘ওই রাস্তাসহ আমার ইউনিয়নের অনেক রাস্তার খুবই বাজে অবস্থা। খারাপ রাস্তাগুলোর টেন্ডার হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গেছে। তা নাহলে এটা এতদিন ঠিক হয়ে যেতো। তবে এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’