‘সরকারের সিস্টেম লসের কারণে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি’

9খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মুকিম সরকার বলেছেন, সরকারের সিস্টেম লসের কারণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি সৃষ্টি হয়। খুলনার শিপইয়ার্ড সড়কের উন্নয়ন কাজও এ সিস্টেমের কবলে পড়েছে। সর্বশেষ গত ৩০ জুলাই ২৫৯ কোটি টাকার প্রকল্প নতুনভাবে অনুমোদন পেয়েছে। এখন অন্যান্য প্রক্রিয়া (সিস্টেম) বাস্তবায়নের পর টেন্ডার হলে মূল কাজ শুরু হবে। দেখা যাচ্ছে প্রক্রিয়া সম্পন্ন করতেই ৬ মাস এক বছর পার হয়ে যায়। যার ফলে পরবর্তীতে হাতে থাকা স্বল্প সময়ে কাজ শেষ করা সম্ভব হয় না।
কেডিএ’র উন্নয়ন কার্যক্রমের ওপর বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমরা প্রকল্প প্রস্তাব পাঠালে মন্ত্রণালয় থেকে আবার বিভিন্ন ত্রুটি শনাক্ত ও তা সংশোধনের জন্য ফেরত পাঠায়। এর ফলেও প্রকল্প অনুমোদনে সময় চলে যায়। কেডিএ’র একটি মার্কেট নির্মাণ প্রকল্পে একটি বেজমেন্ট পরিকল্পনা দিয়ে হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় থেকে সেখানে ২টি বেজমেন্ট করার কথা বলে ফাইল ফেরত দিয়েছে। এর ফলে এ সংশোধন করে ফাইলটি পাঠাতে ১০ মাস সময় চলে যায়। তিনি আরও বলেন, সরকারের অনেক দিক দেখতে হয়। আমরা অনেক প্রকল্প জমা দেই। এরপর সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সেগুলো নিয়ে কাজ করে। যাচাই-বাছাই হয়। বিভিন্ন সময়ে মিটিং হয়। পরিকল্পনা মন্ত্রণালয়েও যায়। সেখানে অনেকবার মিটিং হয়। এজন্য প্রকল্প প্রক্রিয়াধীন থাকে। এর ফলে সরকারের কিছুটা সময় প্রয়োজন হয়। এর ফলে প্রসেসে কিছুটা সময় প্রয়োজন হয়।
মতবিনিময় সভায় সড়ক জোন, এলজিইডি, কেসিসি, গণপূর্ত, পুলিশ, বাস মালিক সমিতি প্রতিনিধিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।