নারীর প্রতি সহিংসতা রোধে মৌন পদযাত্রা ও আলোক প্রজ্বালন

 







বেনাপোলে ছাত্রলীগের আলোক প্রজ্বালন নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারা দেশে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনায় জড়িত ও পৃষ্ঠপোষকদের গ্রেফতার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে মৌন পদযাত্রা ও আলোক প্রজ্বালন করেছে বেনাপোলসহ শার্শা উপজেলাবাসী।


বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় বেনাপোল পৌর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগে এ আয়োজন করে। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা বেনাপোল বাজারে মৌন মোমবাতি জালিয়ে পদযাত্রা করেন।
শার্শা উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আজিবর রহমান বলেন, ধর্ষকের কোনও দল নেই। সে যেই হোক তাকে আইনের আওয়াতায় এনে বিচার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবলীগের আহ্বায়ক সুকুমার দেবনাথ, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইন, সহসভাপতি আমিনুর রহমান, নাছির উদ্দিন প্রমুখ।