যশোর হবে তৃতীয় অর্থনৈতিক করিডোর: কাজী নাবিল

আল হেরা ডিগ্রি কলেজে মতবিনিময় সভায় কাজী নাবিল আহমেদ

গত ৬-৭ বছর যশোরে প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে বলে জানিয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেছেন, ‘যশোরকে বানানো হচ্ছে আগামী দিনের তৃতীয় অর্থনৈতিক করিডোর। সেই লক্ষ্যে সরকার যশোরকে কেন্দ্র করে যাবতীয় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।’

সোমবার (১৯ অক্টোবর) সকালে যশোরের আল হেরা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবন পরিদর্শনে গিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘গত ৬-৭ বছর আমি সংসদ সদস্য থাকাকালে যশোরে প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে; যার সব কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা এই উন্নয়নের বাহক মাত্র। শেখ হাসিনা আজকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। সেই কারণে সব শ্রেণি-পেশার মানুষকে জননেত্রীর আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে।’

করোনাকালীন পরিস্থিতিতে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা—সবাই যাতে মেনে চলি।’

শিক্ষার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, ‘শিক্ষার ওপরে কিছু নেই। শিক্ষা খাতে আমরা যেন আরও বেশি বিনিয়োগ করতে পারি, আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে পারি—সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্রছাত্রী যাদের সুযোগ আছে, তারা যেন ঘরে বসেই অনলাইনে পড়াশোনা করে। যাদের সেই সুযোগ নেই, তারা যেন ঘরে বসে বই পড়া নিয়ে ব্যস্ত থাকে।’ 

খেলাধুলার প্রতি শিক্ষার্থীরা যেন বিশেষ গুরুত্ব দেয় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়ে কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা যদি খেলাধুলায় ব্যস্ত থাকে, নিয়মিত অনুশীলন করে, তাহলে তাদের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব হবে।’ 

তিনি আরও বলেন, ‘খেলাধুলার মাধ্যমে একজন মানুষের মধ্যে, একটি শিশুর মধ্যে, একজন সন্তানের মধ্যে সহিষ্ণুতা গড়ে ওঠে; যার মাধ্যমে সে বুঝতে পারে জয়-পরাজয় সবসময় হতে পারে। এই যে মেনে নেওয়ার মানসিকতা—এটি খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে। সহিষ্ণুতা বিকশিত হয়। এ কারণে খেলাধুলা ও শিক্ষার কোনও বিকল্প নেই।’

কলেজ অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য মেহেদি হাসান মিন্টু, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ইব্রাহিম হোসেন বাবু, কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, সহকারী অধ্যাপক আশরাফ আলী, যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী প্রমুখ আলোচনা করেন।