ফোর মার্ডার রহস্য উদঘাটনের দায়িত্বে সিআইডি

সিআইডি দলসাতক্ষীরার আলোচিত ফোর মার্ডারের তথ্য অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছে সিআইডির ঢাকা টিম। সোমবার (১৯ অক্টোবর) সাতক্ষীরার কলারোয়ার খলসীতে দিনব্যাপী এই কার্যক্রমের নেতৃত্ব দেন সিআইডি ঢাকার এডি ডিআইজি ওমর ফারুক।

এ সময় তিনি ফোর মার্ডারের মরদেহগুলোর প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনেন এবং ঘটনাস্থলের খুঁটিনাটি বিষয় খুঁজে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন সিআইডি সাতক্ষীরার বিশেষ পুলিশ আনিচুর রহমান, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাউদ্দিন প্রমুখ।

ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে সিআইডি ঢাকার এডি ডিআইজি ওমর ফারুক বলেন, এই মুহুর্তে তদন্ত চলছে। এই বিষয়ে কোনও অগ্রগতি হলে গণমাধ্যমকে অবগত করা হবে।