মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারেক বিশ্বাস জানান, দুপুরে মাগুরা-মহম্মদপুর সড়কের ধোয়াইল এলাকায় আলতাফ শিকদার রাস্তা পার হওয়ার সময় একটি নসিমন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলতাফ মহম্মদপুর সদরে মধুমতি নদীতে অনুষ্ঠিত বিহারী লাল নৌকাবাইচ দেখতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় নসিমনের ছয় যাত্রী আহত হয়েছেন। তাদের মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।