দুর্নীতির অভিযোগে লোহাগড়ার পিআইও সাময়িক বরখাস্ত

এস এম এ করিমঅর্থ আত্মসাত ও অসদাচরণের অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম এ করিম সাময়িক বরখাস্ত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন-১) লুৎফুন নাহার (উপসচিব) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোসলিনা পারভীন বলেন, পিআইও এস এম এ করিমের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হওয়ায় তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন। তিনি ঠিকমতো অফিস করেন না। তার অসহযোগিতার কারণে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজ পিছিয়ে যাচ্ছে। তার আচার-আচরণও ভালো নয়। পিআইওর বরখাস্ত আদেশটি পেয়েছি।
ইউএনও আরও জানান, গত অর্থবছরে লোহাগড়া উপজেলার ব্রিজ নির্মাণ খাতের ১৬টি প্রকল্পের সিডিউল বিক্রির সংখ্যা কম দেখিয়ে তিনি ৭ লাখ ৫১ হাজার ৫০০ টাকা আত্মসাত করেন। এ ছাড়া অসদাচারণের কারণে তাকে সাময়িক বরখাস্ত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।
পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, সিডিউল বিক্রির টাকা আত্মসাতের বিষয়ে পিআইওর বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে অভিযোগ যায়। অধিদফতর জেলা প্রশাসককে এটি তদন্ত করতে নির্দেশ দেয়। জেলা প্রশাসক তদন্ত করে অধিদফতরে প্রতিবেদন দেন।
এ ব্যাপারে পিআইও এস এম এ করিম বলেন, আমি ওই টাকা সরকারি খাতে জমা দিয়েছি। সিডিউল বিক্রির কোনও টাকা আত্মসাত করিনি।