ছেলে হত্যার অভিযোগ, মা ও চাচা পুলিশ হেফাজতে

জশ

খুলনার বটিয়াঘাটায় পুলিশের এএসআই’র ছেলে জশ মন্ডলকে (৫) হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ নভেম্বর) সকালে জশের মৃত্যুর পর তার চাচা অনুপ মন্ডল ও মা তনুশ্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত মন্ডল ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে কর্তব্যরত। স্ত্রী তনুশ্রী মন্ডল ও একমাত্র ছেলে জশসহ তিনি ঢাকায় থাকেন। রাস পূজা উপলক্ষে ২৯ নভেম্বর স্ত্রী, সন্তান নিয়ে গ্রামে বেড়াতে আসে। ৩০ নভেম্বর সকালে তনুশ্রীর ফোন করে তার মাকে এলোমেলো কথা বলতে থাকে। পরে তনুশ্রীর মা জোনাকি মহলদার মেয়ের বাড়িতে এসে তাকে অজ্ঞান আর নাতি জশকে মৃত অবস্থায় দেখতে পান। এসময় শিশুটি চাচা অনুপ পাশে বসেছিলেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বর বিপুল ইজারাদার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে অনুপ শিশুটিকে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষার পর শিশুকে মৃত্যু ঘোষণা করেন।

তনুশ্রীর বাবা প্রদীপ মহলদার বলেন, অনুপসহ তার পরিবারের সদস্যরা তার নাতিকে হত্যা করেছে। তারা কন্যা তনুশ্রীকেও হত্যা করতে চেয়েছিল। এর আগে অনুপ তার মেয়েকে একাধিকবার কুপ্রস্তাব দেয়। হত্যার চেষ্টাও করেছে।

অনুপের পরিবারের অভিযোগ তনুশ্রীর পরকীয়ার বলি জশ।

বটিয়াঘাটা থানার ডিউটি অফিসার এসআই তাওহিদ বলেন, নিহত শিশুটির চাচা অনুপ ও তার মা তনুশ্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।