ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শাও নোটিশ

খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য অসিত কুমার বৈদ্যের (আমেরিকা প্রবাসী) ১০ মাসের সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর ওই ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়কে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম। তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে জবাবপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ইউপি সদস্য অসিত কুমার বৈদ্য (আমেরিকা প্রবাসী) ২০১৯ সালের অক্টোবরে আমেরিকায় বসবাসের জন্য স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ত্যাগ করেন। ইউপি সদস্য দেশে না থাকলেও ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় ইউপি সদস্য অসিত বৈদ্যের মাসিক সম্মানী ভাতা ৫ দফায় ১০ মাসের (অক্টোবর-২০১৯ থেকে জুলাই-২০২০) টাকা তুলে আত্মসাৎ করেন। অসিত বৈদ্যের ভাতিজা সন্দীপ বৈদ্য এ ঘটনাটি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়কে কারণ দর্শানো নোটিশ করে ৩ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।