৫৩টি সুন্ধি কচ্ছপ জব্দ, বিক্রেতার ৬ মাসের কারাদণ্ড

৫৩টি জীবিত সুন্ধি কচ্ছপ জব্দসহ এক চোরা করবারিকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত বিক্রেতার নাম নিরাপদ সরকার (৬৯)। বুধবার (১৩ জানুয়ারি) সকালে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট খুলনার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা মুরগীর বাজারে এ অভিযান চালায়। 

বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ জানান, মুরগি ব্যবসায়ী নিরাপদ সরকার মুরগি ব্যবসার পাশাপাশি গোপনে কচ্ছপ বিক্রি করতেন। এ সময় ক্রেতা সেজে ৫৩টি জীবিত সুন্ধি কচ্ছপসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারায় আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন ও কচ্ছপগুলোকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার নির্দেশ দেন।