কুষ্টিয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হাওয়ার দীর্ঘ প্রায় ২৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৬ মার্চ) বিকাল ৪টা ৩৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরআগে, শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কুষ্টিয়ার মিলপাড়া ঘোরলাইন এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে কুষ্টিয়া-রাজবাড়ী ও রাজশাহী-টুঙ্গিপাড়া রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পাকশী রেলওয়ে পরিবহন শাখার বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মণ্ডল জানান, শুক্রবার দুপুর পৌনে ২টায় দুর্ঘটনা ঘটে। এরপর বিকাল ৫টায় উদ্ধার কাজ শুরু হয়। রেলের শতাধিক শ্রমিক-কর্মকর্তা অক্লান্ত পরিশ্রম করে একে একে পাঁচটি বগি উদ্ধার করেন। এরপর দুমড়ে-মুচড়ে যাওয়া লাইনগুলো মেরামত করা হলে শনিবার বিকালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক শাহীদুল ইসলাম জানান, পাঁচটি বগির মধ্যে দুটি বগির চাকা একেবারেই ভেঙে গেছে। বগি দুটি রেললাইনের পাশে রাখা হয়েছে। এ ছাড়া তিনটি বগি সরিয়ে কুষ্টিয়া স্টেশনের কাছে রাখা হয়েছে। এরপর লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, উদ্ধার কাজ পরিচালনা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশীষ কুমার মন্ডল। এ ঘটনায় পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর (পিডব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।