বৈদ্যুতিক খুঁটিতেই ঝুলে ছিলেন লাইন ক্রু

কুষ্টিয়ার মিরপুরে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় মো. ডিলু মিয়া (২১) নামে পল্লী বিদ্যুতের এক লাইন ক্রুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর থানা সংলগ্ন মজিবুর রহমানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ডিলু মিয়া পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাউলচারা মাস্টার পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি মিরপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের লাইন ক্রু হিসেবে কর্মরত ছিলেন।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমীন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর থানা সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় ডিলু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটিতেই ঝুলে ছিলেন। এ অবস্থা দেখে তার সহকর্মী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছে ডিলুকে বৈদ্যুতিক খুঁটি থেকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।