ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক আবু তৈয়বের জামিন নামঞ্জুর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খুলনার সিনিয়র সাংবাদিক এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়বের জামিন নামঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ভার্চ্যুয়াল আদালতে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এ আদেশ দেন। আবু তৈয়বের পক্ষের আইনজীবী আক্তার জাহান রুকু এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সাংবাদিক আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০ এপ্রিল আটক করে থানায় আনা হয়। ২১ এপ্রিল সকালে তাকে ওই মামলায় আদালতে হাজির করা হয়। এরপর ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী হয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে সাংবাদিক আবু তৈয়ব

অভিযোগে বলা হয়, পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন আক্রমণাত্মক এবং মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে ঘৃণা-বিদ্বেষ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়। মামলার আরেক আসামি হলেন দৈনিক লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি সবুর রানা।

মামলায় তালুকদার আব্দুল খালেক উল্লেখ করেন, তাকে হেয় প্রতিপন্ন করতে আবু তৈয়ব ফেসবুক অ্যাকাউন্টে ১৮ এপ্রিলের যেকোনও সময় 'বণ্ড লাইসেন্স ম্যানেজিং ডাইরেক্টর খুলনা সিটি মেয়র? শুল্ক ফাঁকির জন্য আড়াই কোটি অর্থদণ্ড, ৫ কোটি ৫৩ লাখ টাকা দাবিনামা, বণ্ড লাইসেন্স বাতিল' শিরোনামে মিথ্যা সংবাদ পরিবেশন করেন।