৩ জেলে জেলে

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিষ ছিটিয়ে মাছ ধরার সময় ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার বন আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

বুড়ি গোয়ালিনি স্টেশন কর্মকর্তার নেতৃত্বে সোমবার ভোর ৫ টায় নিয়মিত টহল অবস্থায় সুন্দরবনের তেরকাটি স্থান থেকে নিষিদ্ধ জাল ও বিষের বোতলসহ এদের আটক করা হয়।

আটক জেলেরা হচ্ছে মুন্সীগঞ্জ মৌখালী গ্রামের রাশিদুলের ছেলে ইসমাইল হোসেন (২৪) ও ইস্রাফিল (২২) এবং একই গ্রামের আ. হাকিমের ছেলে হুসেইন (২২)।

বুড়ি গোয়ালিনি স্টেশন কর্মকর্তার সুলতান আহাম্মদ বলেন, সোমবার ভোর ৫টায় নিয়মিত টহল অবস্থায় তেরকাটি এলাকায় তাদের নৌকা দেখতে পেয়ে দ্রুত গিয়ে তাদের ধরে ফেলি। এরপর নৌকা তল্লাশি করে বিষের বোতল, নিষিদ্ধ জাল, বিষ দিয়ে ধরা মাছ আটক করি। বন আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।