ভারত ফেরত ৪৪৫ জন কোয়ারেন্টিনে

ভারত থেকে আসা ৪৪৫ জনকে খুলনার ১১টি কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের চিকিৎসাসেবায় ৩টি মেডিক্যাল টিম কাজ করছে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী বলেন, শুক্রবার (৭ মে) দুপুর পর্যন্ত খুলনায় ৪৪৫ জনকে পাওয়া গেছে। তাদেরকে হোটেল ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে ১১টি স্থানে রাখা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কোয়ারেন্টিনে থাকা লোকজনের সঙ্গে আত্মীয়-স্বজনদের সাক্ষাৎ করার সুযোগ নেই। কোয়ারেন্টিনে সকলকে নিজ খরচে খাবার গ্রহণ করতে হচ্ছে। সেন্টার থেকেই তাদের খাবারের যোগান দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রতিটি সেন্টারের জন্য ম্যাজিস্ট্রেটও নিযুক্ত করা হয়েছে। এদের চিকিৎসার জন্য ২০ মে পর্যন্ত ১৮টি মেডিক্যাল টিমের দায়িত্ব বণ্টন করা আছে।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ভারত ফেরত আসাদের কোয়ারেন্টিনে চিকিৎসাসেবা দেওয়ার জন্য আপাতত ৩টি মেডিক্যাল টিম কাজ করছে। এই তিনটি টিম প্রতিদিনই কোয়ারেন্টিন সেন্টারগুলোতে রাউন্ড দিচ্ছে। অসুস্থদের হাসপাতালে পাঠানো হচ্ছে।