কুষ্টিয়ার সাংবাদিক জামিল হাসান খানের ইন্তেকাল

কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক ও নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি জামিল হাসান খান খোকন (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ মে) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামিল হাসান খান খোকন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার প্রয়াত আবদুল হাই খানের ছেলে। তিনি সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নিউজ২৪ টেলিভিশন ছাড়াও বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে কাজ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, খোকন বুধবার (১২ মে) রাত ১১টার দিকে ব্রেন স্ট্রোক করেন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে তাকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিনিয়র সাংবাদিক জামিল হাসান খান খোকনের মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক-সংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

শুক্রবরা সকাল ৮টার দিকে সিনিয়র এই সাংবাদিকের মরদেহ কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে পৌঁছেছে। আজ বাদ জুমা জানাজা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে তাকে সমাহিত করার কথা।