যুবককে পিটিয়ে হত্যা, ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার খোকসায় মাছ চুরির অভিযোগে জসিম উদ্দিন শেখ নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে নিহত জসিমের ভাই হাসেম উদ্দিন শেখ বাদী হয়ে স্থানীয় খোকসা থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতাররা হলেন- খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর স্ত্রী জায়েদা খাতুন ও চেয়ারম্যানের ভাতিজা মো. সালাউদ্দিন।

নিহত জসিম উপজেলার রতনপুর গ্রামের রওশন আলীর ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

খোকসা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মো. আশিকুর রহমান বলেন, সোমবার (১৪ জুন) রাতে জসিমকে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা তাৎক্ষণিকভাবে খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর স্ত্রী জায়েদা খাতুন ও ভাতিজা মো. সালাউদ্দিনকে গ্রেফতার করেছি। চেয়ারম্যান পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার বিকেল ৩টার দিকে নিহত জসিমের ভাই হাসেম উদ্দিন শেখ বাদী হয়ে চেয়ারম্যান আইয়ুব আলী ও তার স্ত্রীসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।