সাতক্ষীরায় ফের বাড়লো লকডাউন

সাতক্ষীরায় তৃতীয় মেয়াদে লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৫ মে থেকে জেলায় প্রথম পর্যায়ে সাত দিনের লকডাউন শুরু হয়। এরপর ১১ মে দ্বিতীয় পর্যায়ে ১৭ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল।

সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় লকডাউনের মেয়াদ আবারও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন জন এবং দেবহাটার পারুলিয়ায় বাড়িতে চিকিৎসাধীন একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে সাতক্ষীরায় করোনায় মারা গেলেন ৫৫ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ। এ পর্যন্ত পর্যন্ত জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯৯ জন। লকডাউনের ১৪তম দিনে সাতক্ষীরায় বন্ধ রয়েছে গণপরিবহন।

সিভিল সার্জন জানান, মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা চিকিৎসার জন্য ১৫০টি বেড রয়েছে। খুব দ্রুত আরও ৫০টি বাড়ানো হবে। এছাড়া সদর হাসপাতালে নতুন করে আর কোনও করোনা রোগী ভর্তি করা হবে না।

তিনি জেলাবাসীর প্রতি সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।