সাতক্ষীরায় করোনায় ৫৭ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতক্ষীরার আরও পাঁচ জন মারা গেছেন। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়। তাদের সবার করোনার উপসর্গ ছিল। এছাড়া আক্রান্ত একজন বেসরকারি ক্লিনিকে মারা গেছেন। আরেকজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ নিয়ে সাতক্ষীরায় মোট ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৭ জন করোনায় ও উপসর্গ নিয়ে ২৫৯ জন মারা গেছেন। 

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৫ দশমিক ২১ শতাংশ। শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট ৮৫৯ জন রোগী রয়েছেন। এর মধ্যে ৪৯ জন হাসপাতালে ও বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।