সাতক্ষীরায় একদিনে ৯ জনের মৃত্যু, শনাক্তের হার ৬০ শতাংশ

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন একজন। বাকি আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (১৯ জুন) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও ছয়টি ক্লিনিকে ৩৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ ৩৮ জন। পাশাপাশি ৮২৯ জন করোনা রোগী নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। জেলায় এ পর্যন্ত করোনায় ৫৭ ও করোনা উপসর্গে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যালে ৯২ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৬০ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে, সাতক্ষীরায় শনিবার থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। এবারের লকডাউন বাস্তবায়নে কঠোর হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানিয়েছেন, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বহাল থাকবে।