ঢিলেঢালা লকডাউন, সাতক্ষীরায় আরও ৬ মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় আরও ছয় জন মারা গেছেন। এরমধ্যে করোনায় তিন জন এবং করোনা উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাতক্ষীরায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬০ জনে এবং উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে স্থানীয়রা বলছেন, মৃত্যু ও সংক্রমণ বাড়লেও সাতক্ষীরায় অনেকটা ঢিলেঢালাভাবেই লকডাউন চলছে। লকডাউনের ১৬তম দিনে মানুষের মধ্যে সচেতনতা দেখা যায়নি। আগে পুলিশি তল্লাশি থাকলেও এখন কিছুটা শিথিলতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৫০ শতাংশ। সাতক্ষীরায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৫৪ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯৭৩ জন। বর্তমানে ৮২১ জন করোনা পজেটিভ রোগী রয়েছেন। এরমধ্যে ৩৩ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৭৮৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।