খুলনা জেনারেল হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু

খুলনা জেনারেল হাসপাতালকে ৭০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। রবিবার (১৯ জুন) থেকে করোনা রোগীদের ভর্তি শুরু হয়েছে। হাসপাতালটির করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. কাজী আবু রাশেদ জানান, দুপুর পর্যন্ত এখানে ছয় জন করোনা রোগী ভর্তি হন।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা ও ভর্তির কার্যক্রম শুরু হওয়ায় বহির্বিভাগ ও জরুরি বিভাগে কোনও চিকিৎসা প্রদান করা হচ্ছে না।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, খুলনায় করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।