দালালের খপ্পরে পড়ে ভারত যাওয়া তরুণী ফিরলেন ২ বছর পর

দালালের খপ্পরে পড়ে ভারতে পাচারের দুই বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশি এক এক তরুণী। সোমবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল বন্দর দিয়ে ভ্রমণ বৈধতার মাধ্যমে তাকে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

ওই তরুণীর বাড়ি নড়াইলে জেলায়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মুজিবুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাকে গ্রহণ করবে বলে জানা গেছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার মাঠ কর্মকর্তা রোকেয়া বেগম জানান, ভালো কাজের আশায় দালাল চক্রের খপ্পরে পড়ে সে দুই বছর আগে ভারতে যায়। এ সময় পাচারকারীরা তাকে বেঙ্গালুরুর জায়গায় রেখে পালিয়ে যায়। ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে।

তিনি জানান, পরবর্তী সময়ে রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগ করে তাকে ট্রাভেল পারমিটে দেশে ফেরত পাঠানো হয়। যেহেতু করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে ভারত থেকে এসেছে, এ জন্য বেনাপোলের একটি আবাসিক হোটেলে কিশোরীকে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন রাখা হয়েছে।