খুলনা বিভাগে রেকর্ড ৩২ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগে রেকর্ড ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে বিভাগের ৯০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

বাড়ছে করোনা: গেম চেঞ্জার কী?

এরআগে, মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনায় একদিনে ২৭ জনের মৃত্যুর তথ্য জানানো হয়।

এদিকে খুলনার সরকারি ও বেসরকারি তিনটি হাসপাতালে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলারই আট জন।

লকডাউনে আটকেপড়া চাকরিজীবীদের কী হবে?

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে ছয় জন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়েছে।