পঞ্চম দফায় মোংলায় বাড়লো বিধিনিষেধ

মোংলায় চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এ নিয়ে পঞ্চম দফায় বাড়ানো হলো বিধিনিষেধ। বৃহস্পতিবার (২৪ জুন) ভোর ৬টা থেকে নতুন বিধিনিষেধ শুরু হবে। বুধবার (২৩ জুন) বিকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান আরও এক সপ্তাহ বিধিনিষেধ বাড়ানোর ঘোষণা দেন।

বুধবার (২৩ জুন) ছিল চতুর্থ দফায় ঘোষিত সাত দিনের বিধিনিষেধের শেষ দিন। এ অবস্থায় আরও এক সপ্তাহ বিধিনিষেধ প্রতিপালনের আহ্বান জানিয়ে ডিসি আজিজুর রহমান বলেন, করোনার সংক্রমণ কমেছে মোংলায়। এটি নিয়ন্ত্রণে আরও এক সপ্তাহ বিধিনিষেধ পালন করতে হবে।

করোনার সংক্রমণ ও শনাক্ত বেড়ে যাওয়ায় গত ৩০ মে থেকে মোংলায় শুরু হয় বিধিনিষেধ। এরপর চারবার বিধিনিষেধ বাড়ানো হয়। আজ পঞ্চমবারের মতো বিধিনিষেধ বাড়ানো হলো।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, বিকাল ৪টায় জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সে করোনার সার্বিক পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়। পরে জেলা প্রশাসক মোংলায় আরও এক সপ্তাহ বিধিনিষেধ জারির ঘোষণা দেন।

এদিকে বুধবার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল ৩৫ শতাংশ। সোমবার ছিল ৪৩ শতাংশ।