খুলনার ৩ হাসপাতালে আরও ৬ মৃত্যু

খুলনার সরকারি ও বেসরকারি তিনটি হাসপাতালে একদিনে ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুই জন সাতক্ষীরার। এছাড়া গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট ও যশোরের একজন করে রোগী রয়েছেন। পাশাপাশি গত রাতে খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে আরও ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা জেলারই ১৬৫ জন রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত ১৪৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রেড জোনে ৯৭ জন, ইয়োলো জোনে ১২ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ১৯ জন রয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩২ জন ও ছাড়পত্র নেন ৩৯ জন রোগী। এ সময়ে মারা গেছেন একজন।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৯৭ রোগী ভর্তি আছেন। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় তিন জন রোগী মারা গেছেন। আর গত ২৪ ঘণ্টায় ২৩ নমুনা পরীক্ষায় ১৪ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হন ১৮ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৫ জন রোগী, মারা গেছেন দুই জন।

এদিকে খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে খুলনার ৪৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ১০ জন, যশোরে ছয় জন, সাতক্ষীরায় চার জন, নড়াইলে চার জন, পিরোজপুর ও ঝিনাইদহের একজন করে রোগী রয়েছেন। খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় শনাক্তের হার প্রায় ৩৪ শতাংশ।