লকডাউনে বিয়ের আয়োজন, কনের পিতার জরিমানা

চলমান কঠোর লকডাউন অমান্য করে সাতক্ষীরার তালায় বিয়ের অনুষ্ঠান করায় কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০১ জুলাই) রাত ৯টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেলের নেতৃত্বে একদল পুলিশ অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

ওসি বলেন, তালার চরগ্রামের এক ব্যক্তির মেয়ের সঙ্গে যশোরের মনিরামপুর উপজেলার এক ছেলের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার রাতে কনের বাবার বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন করা হচ্ছিলো।

খবর পেয়ে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ অনেকেই অনুষ্ঠান থেকে পালিয়ে যান।

ইউএনও মো. তারিফ-উল-হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। একই সঙ্গে লকডাউন অমান্য করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।