এমপি নাবিলের পক্ষে যশোরে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে সদর উপজেলার সব ইউনিয়নে ধারাবাহিকভাবে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

সোমবার (১২ জুলাই) উপজেলার হৈবতপুর ইউনিয়নে চা-বিক্রেতা, রিকশাচালক ও দিনমজুরসহ কর্মহীন ১৩০ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। এছাড়া যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ১০০ প্যাকেট রান্না করা খাবার ও বিভিন্ন ওয়ার্ডে ৭০০ প্যাকেট সবজি বিতরণ করা হয়।

হৈবতপুর ইউনিয়নের সাতমাইল বাজারে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক ও শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু।

এদিকে, যশোর পৌরসভার ১, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকার ৭০০ পরিবারকে বিনামূল্যে সবজি দিয়েছেন আনোয়ার হোসেন বিপুল।  

অপরদিকে, কর্মহীন মানুষকে রান্না করা খাবার প্রদানের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় ১০০ প্যাকেট খাবার দেওয়া হয়েছে।