আবরার ফাহাদের মা করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) দুপুরে আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে ফাইয়াজ লেখেন, ‘আম্মু আর আমার মামি গত পরশু করোনা পরীক্ষা করায়, আজকে (বুধবার) রিপোর্টে পজিটিভ এসেছে। যদিও তাদের দুই ডোজ ভ্যাকসিন দেওয়া আছে। আমরা বাইরেও যাই না। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তারা সুস্থ আছেন।’

‘আমারও গতকাল থেকে জ্বর-কাশি আছে। আগামীকাল পরীক্ষা করবো। ডেল্টা ভ্যারিয়েন্ট খুব সম্ভবত। আব্বু আর মামার তেমন কোনও উপসর্গ নেই। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে রাত ৩টার দিকে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।