সাতক্ষীরায় আরও ৮ জনের মৃত্যু 

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও আট জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ১৭ জুলাই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৭৫ জন। পাশাপাশি করোনায় মারা গেছেন ৮২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মৃত ইসমাইল হোসেন মোড়লের ছেলে মানউল্লাহ মোড়ল (১০৪), ইছানুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে জমাদ আলী (৯০), সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার জঙ্গলি সরকারের ছেলে দুলাল কুমার সরকার (৭০), সদর উপজেলার বৈকারী গ্রামের হিমচাঁদ মোল্যার ছেলে অজিয়ার মোল্যা (৭৮), তালা উপজেলার শিবপুর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫৫), দেবহাটা উপজেলার ওবাসতুল্লাহর ছেলে আরশাদ আলী (৭০), তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ইনছার আলী (৭০)। এছাড়া করোনা অক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৯ জুলাই থেকে ১৮ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮৫টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ২৮ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ১৩ জন। জেলায় সুস্থ হয়েছেন তিন হাজার ৬৭৮ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২৫৩ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে ১০ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ২১৭ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৯৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ২২৬ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ৬৭ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮২ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৭৫ জন।