পুকুরে গোসলে নেমে তলিয়ে গেছেন ক্যাডেট কলেজের ছাত্র

যশোর পৌর পার্কের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গেছেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ফরহাদ তানভীর (২১)। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডুবুরি দল উদ্ধার করতে পারেনি। পানিতে তলিয়ে যাওয়া ফরহাদ যশোর শহরের আরবপুর এলাকার আকরাম হোসেনের ছেলে।

তার বাবা আকরাম হোসেন বলেন, ‘ক্যাডেট কলেজ থেকে পাস করার পর সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন করার কথা ছিল ফরহাদের।’

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বন্ধুদের নিয়ে পৌর পার্কের পাশের মাঠে ফুটবল খেলছিলেন। খেলাধুলা শেষে ছয় বন্ধু পৌর পার্কের পুকুরে নামেন। পাঁচজন উঠতে পারলেও ফরহাদ ডুবে যান। বিষয়টি পুলিশ এবং ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ক্যাডেট ফরহাদের মরদেহ উদ্ধারে দমকল কর্মীরা চেষ্টা করছেন। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে।’

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘খবর পাওয়ার পর খুলনা থেকে ডুবুরি দলের সদস্যদের আনা হয়। তাকে উদ্ধারে দুই সদস্যকে পুকুরে নামানো হয়েছে, অভিযান চলছে।’