কুষ্টিয়ায় আরও ১৪ মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন করোনায় ও একজন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার (২৪ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৭টি নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক শূন্য ৬ শতাংশ।

মেজবাউল আলম জানান, বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২২৮ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১৬৮ জন করোনায় আক্রান্ত এবং ৬০ জনের উপসর্গ রয়েছে।