খুলনা বিভাগে বেড়েছে শনাক্ত ও মৃত্যু


খুলনা বিভাগে দুই দিনের মাথায় করোনা শনাক্ত ও মৃত্যু বেড়েছে। রবিবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে ৪৫ জন মারা গেছেন। একই সময় শনাক্ত হয়েছে এক হাজার ২৭৮ জন। এর আগে ২৪ জুলাই বিভাগে ৩৩ জন মারা গেছেন। 
 
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার। এ নিয়ে করোনায় খুলনা বিভাগে মৃত্যুের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজার ১৭১ জন। আর শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৬২ জন।
 
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের করোনা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে খুলনা জেলায় ১১ জন ও শনাক্ত ১৯৭ জন, বাগেরহাটে মারা গেছেন দুই জন ও শনাক্ত ১১৫, সাতক্ষীরায় মারা গেছেন একজন ও শনাক্ত ৬১ জন, যশোরে মৃত্যু ছয় ও শনাক্ত ১৩৬ জন, নড়াইলে মৃত্যু একজন মারা গেছেন ও শনাক্ত ৩৪ জন, মাগুরায় মৃত্যু তিন জন ও শনাক্ত ৭৪ জন, ঝিনাইদহে মৃত্যু দুই জন ও শনাক্ত ২৭৯ জন, কুষ্টিয়ায় মারা গেছেন ১৫ জন ও শনাক্ত ২৬০ জন, চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন ও শনাক্ত হয়েছেন ৬৯ জন এবং ‍মেহেরপুরে মৃত্যু তিন জনের ও শনাক্ত ৫৩ জন।