কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ফের মৃত্যু বেড়েছে

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবারও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯ জন। তাদের মধ্যে করোনায় ১৫ জন ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৭৫টি নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৪৮ শতাংশ। ২৫৩ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ৪২, দৌলতপুরে ৫৫, কুমারখালীতে ৩৯, ভেড়ামারায় ৩২, মিরপুরে ৬৩ ও খোকসায় ২২ জন রয়েছেন।

ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি রয়েছেন ১৮২ জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ১৪১ জন এবং ৪১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।