মোংলায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৪৫০ চিংড়ি ঘের

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়। এতে বাগেরহাটের মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে গেছে। সেই সঙ্গে তলিয়ে গেছে এলাকার প্রায় সাড়ে চারশ’ চিংড়ি ঘের।

বুধবার (২৮ জুলাই) সরেজমিন দেখা গেছে, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকা ও ৭ নম্বর ওয়ার্ডের বটতলা-শেহলাবুনিয়া এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে রয়েছে। বাড়িঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা। অনেকের রান্নাও বন্ধ হয়ে গেছে। অনেকে আবার ঘর ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছেন।

টানা বৃষ্টিতে পৌর শহরের মিয়া পাড়া, মুন্সীপাড়া, জয়বাংলা, কুমারখালী, মাকড়ঢোন, কেওড়াতলা ও ইসলামপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে পানি নিষ্কাশনের খাল ও ড্রেন।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, অতি বৃষ্টিতে এখানকার প্রায় ৪৫০টি চিংড়ি ঘের তলিয়ে গেছে। ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়ি ও সাদা মাছ। 

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বন্দরে অবস্থান করা নয়টি বিদেশি জাহাজে পণ্য স্বাভাবিক গতিতে খালাস হচ্ছে।