এক মাসের ব্যবধানে করোনায় দুই ভাইয়ের মৃত্যু

যশোরের বেনাপোলে করোনায় বড় ভাইয়ের মৃত্যুর ৩১ দিন পর ছোট ভাই হাফিজুর রহমান (৪২) মারা গেছেন। সোমবার (০২ আগস্ট) দুপুরে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
 
বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, হাফিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। ৩০ জুলাই তার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে যশোর ও পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছেন। এর আগে গত ৩০ জুন করোনায় তার বড় ভাই আজিজুর রহমানের মৃত্যু হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইউছুফ আলী জানান, হাফিজুর রহমানের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। 

তিনি আরও জানান, শার্শা উপজেলায় এ পর্যন্ত এক হাজার ১৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১১ জন।