সেপটিক ট্যাংকে নেমে বাবা-ছেলের মৃত্যু

যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী মধু দাস (৫৫) এবং তার ছেলে সাগর দাসের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, ভোর ৬টার দিকে মধু দাস ও তার ছেলে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান। কাজ শুরুর প্রায় এক ঘণ্টা পর প্রথমে মধু দাস সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিছু সময় পর তার কোনও সাড়াশব্দ না পেয়ে ছেলে সাগরও ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। এরপর দুজনেরই সাড়া না মেলায় বাড়ির মালিক থানায় খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সহায়তায় সকাল ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানিয়েছেন বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

বাড়ির মালিক হাদিউজ্জামান বলেন, ‘মধু দাস পাঁচ হাজার টাকা চুক্তিতে কাজ করতে এসেছিলেন। এর আগেও তিনি আমাদের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করেছেন। কাজের সময় পাশেই দাঁড়িয়েছিলাম। পরপর বাপ ও ছেলে সেপটিক ট্যাংকে ঢোকার পর তাদের কোনও সাড়াশব্দ পাচ্ছিলাম না।’

মৃতরা চৌগাছা উপজেলার কয়েরপাড়া এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের লাশ উদ্ধার করেছেন।