খুলনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

খুলনার দিঘলিয়ায় স্ত্রী মিনা রানী পোদ্দার হত্যা মামলায় স্বামী পরিমল বাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (২২ আগস্ট) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন না পরিমল বাইন। তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলাটি পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, দিঘলিয়া উপজেলার বাসিন্দা পরিমল বাইনের একাধিক বিয়ের ঘটনা জেনে ফেলেন মিনা রানী। এরপর থেকে সংসারে অশান্তি শুরু হয়। মিনা রানীকে হত্যার পরিকল্পনা করেন পরিমল। ১০ হাজার টাকা দিয়ে খুনি ভাড়া করে বাসায় নিয়ে আসেন। ২০১৬ সালের ১৩ এপ্রিল রাতে দা দিয়ে মিনা রানীর শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হয়। পরে ১৬ এপ্রিল দিঘলিয়া থানাধীন পদ্মবিলা ও বামনডাঙ্গা বিলের মাঝে আত্রাই নদীর সংযোগস্থলে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। 

তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা করা হয়। ২০১৭ সালের ২০ জুন পরিমলসহ দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী।