পর্যটকদের জন্য খুলছে সুন্দরবন

করোনার অস্থিতিশীল পরিস্থিতির কারণে দ্বিতীয় দফায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন পর্যটকরা। 

রবিবার (২৯ আগস্ট) বিকালে বন বিভাগ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের নেতৃবৃন্দের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখানে কিছু শর্ত জুড়ে দিয়েছে বন বিভাগ।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ‘সুন্দরবন ভ্রমণ নীতিমালা অনুসরণ করে ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত হবে। প্রত্যেকটি লঞ্চ-জাহাজে ৭৫ জন যাত্রী বহন করার কথা বলা হয়েছে। ভ্রমণে অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে। কেউ ৭৫ জনের বেশি যাত্রী বহন করলে তার বিরুদ্ধে কোন ধরনের শুনানি কিংবা আপত্তি ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন পর্যটকরা

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক এম নাজমুল আযম ডেভিড বলেন, সুন্দরবন কেন্দ্রিক পর্যটন চালু হওয়ায় নতুন ভাবে বাঁচার প্রচেষ্টা করার সুযোগ সৃষ্টি হলো। বন বিভাগের সব ধরনের নীতিমালা মেনে ট্যুর অপারেটররা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৬ মার্চ থেকে সুন্দরবন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি কিছুটা শিথিল হলে ২০২০ সালের ১ নভেম্বর থেকে স্বল্প পরিসরে সুন্দরবন ভ্রমণের সুযোগ দেওয়া হয়। সে সময়ে প্রতি জাহাজে ৫০ জন যাত্রী বহনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সাড়ে সাত মাস পর গত ৩ এপ্রিল সুন্দরবনে পর্যটক প্রবেশে ফের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে গত সাড়ে চার মাস সুন্দরবন ভ্রমণ বন্ধ রয়েছে।