X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তীব্র গরমেও শীতল করমজল!

মোংলা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, ১৭:২৯আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৭:৩১

দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। ঘোষণা করা হয়েছে হিট অ্যালার্ট। তাপমাত্রা কোথাও কোথাও ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলতি সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেছে। প্রচণ্ড গরমে ঘরে-বাইরে অতিষ্ঠ মানুষ।

এই যখন পরিস্থিতি, সেই ত্রাহি অবস্থার মধ্যেও থোড়াই কেয়ার ভ্রমণপিপাসু মানুষের। বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ বন সুন্দরবন দেখতে ছুটে এসেছেন তারা। এক টুকরো শীতলতার খোঁজে মিশছেন প্রকৃতির সঙ্গে। এতে শামিল হয়েছেন বিদেশি পর্যটকেরাও।

সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও পর্যটন স্পট করমজলে ঠাসা ছিল দেশি-বিদেশি পর্যটক। তাদের পদচারণায় অবাক হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারাও। রবিবার (২১ এপ্রিল) করমজলে পর্যটকের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বশীল কর্মকর্তারা।

বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও করমজল পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভেবেছিলাম তীব্র গরমে হয়তো পর্যটক কম আসবে। কিন্তু সেই ভাবনায় গরমের আগুন ঢেলে অবাক করেছে ভ্রমণপিপাসুরা। রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে বেশ পর্যটক এসেছেন। এদিন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন জাপানি পর্যটকেরাও। সব মিলে পাঁচ শতাধিক পর্যটকে মুখরিত এই করমজল।’

তিনি আরও বলেন, ‘সুন্দরবনের প্রাকৃতিক যে সৌন্দর্য, তা আসলে পৃথিবীর কোথাও নাই। তাই তো ভ্রমণপিপাসু পর্যটকেরা একঘেয়েমি কাটাতে সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন দেখতে ছুটে আসেন।’ এদিন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে অনুষ্ঠিত হরিচাঁদ ঠাকুরের শুভ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত বারুণী স্নানোৎসব, ধর্মীয় মতুয়া সম্মেলন ও সাধুর মেলায় আসা ভক্তরা করমজলে বেশি এসেছেন বলেও জানান তিনি।

সাধুর মেলা দেখতে আসা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মতুয়া সম্প্রদায়ের এক দর্শনার্থী সুব্রত দেবনাথ বলেন, ‘মেলা ও বারুণী স্নানোৎসব উপভোগ করতে এসেছি। তবে পাশেই যেহেতু সুন্দরবন, তাই আর আসা হবে কিনা এজন্য সুন্দরবনকে একনজর দেখতে এসেছি। গরম কোনও ব্যাপার না।’ তার মতো অনেকেই এসেছেন সুন্দরবনের করমজলে।

জানা যায়, পৃথিবীর সবচেয়ে বড় এ ম্যানগ্রোভ বনে গাঢ় সবুজের সমারোহ। শুধু সবুজ আর সবুজের মেলা। হরেক রকমের জীবজন্তু, পাখপাখালি আর কীটপতঙ্গ। বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলভেজা লাবণাক্ত বাতাস। জলে কুমির ডাঙায় বাঘ। প্রকৃতির অকৃপণ হাতের সৃষ্টি। তাই পর্যটকদের কাছে সুন্দরবনের আকর্ষণ তাই দুর্নিবার।

/কেএইচটি/
সম্পর্কিত
সুন্দরবনের খালে ভাসছে মৃত বাঘ, মারলো কারা?
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত