মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় তাকে খুলনা কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয়। বিকাল ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করে খুলনা জেল সুপার মো. ওমর ফারুক বলেন, আগামী ৫ সেপ্টেম্বর খুলনা আদালতে মামুনুল হকের হাজিরা রয়েছে। তাকে কখন ঢাকায় পাঠানো হবে তা হাজিরার পর নির্ধারণ করা হবে। তবে খুলনায় মামলা থাকায় মামুনুল হককে ধার্য দিনে খুলনায় আনা-নেওয়া চলবে।  

খুলনা কারাগারের জেলার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শুক্রবার সকাল পৌনে ৯টায় কাশিমপুর কারাগার থেকে কঠোর প্রহরায় মামুনুল হককে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। তার জন্য খুলনা কারাগারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হবে না। মামুনুল হককে আগামী ৫ সেপ্টেম্বর খুলনা আদালতে নেওয়ার দিন ধার্য রয়েছে।

জানা গেছে, সোনাডাঙ্গা থানায় করা একটি মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য তাকে খুলনায় আনা হয়েছে। 

গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়।